যদিও শুরু থেকেই বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের চেষ্টায় দেশটির নিরাপত্তা বাহিনী। ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে সামরিক যান আর জলকামানের গাড়ি।
লেডান এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দাওয়েই শহরে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। পুলিশি বাধা উপেক্ষা করেই বিক্ষোভ হচ্ছে কালে লাসিও শহরে।
জান্তা সরকারের পতন দাবিতে চলমান বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিনে, গতকাল প্রাণ গেছে অন্তত ১৮ জনের। আটক হাজারের বেশি।