গণতন্ত্র হরণের বিরুদ্ধে এক মাস ধরেই উত্তাল মিয়ানমার। জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অগ্নিগর্ভ মান্দালে থেকে ইয়াঙ্গুন। জনতার বিক্ষোভ দমাতে দাওয়েই শহরে প্রকাশ্যে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। মুহূর্তে বিক্ষোভ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। প্রাণ যায় বেশ কয়েকজনের।
ইয়াঙ্গুনে দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশ-বিক্ষোভকারীর। মান্দালেতে ফুল হাতে বিক্ষোভে নামেন গণতন্ত্রপন্থীরা। বিভিন্ন সড়কে দেয়া হয় ব্যারিকেড।
জাতিসংঘে নিযুক্ত মিয়ামারের রাষ্ট্রদূতকে জান্তা সরকার বরখাস্ত করায় ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। আর বিক্ষোভে নির্বিচার গুলি বর্ষণের নিন্দায় সরব যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, 'নিরাপত্তা বাহিনী নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। অবশ্যই জান্তা সরকারকে দায়িত্ব ছাড়তে হবে।'
মিয়ানমার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্কারানার বার্গেনার বলেন, 'এটা হলো নিরস্ত্র মানুষের লড়াই। তাদের ওপর সেনাবাহিনী যেভাবে নিপীড়ন চালাচ্ছে তা খুবই দুঃখজনক।'
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন-এমআরটিভি বলছে, কেবল শনিবারই গ্রেপ্তার করা হয়েছে ৪৭৯ জনকে।