পেন্টাগন জানায়, ১৫ ফেব্রুয়ারি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার জবাবে সিরিয়ায় ইরানি মিলিশিয়াদের দুটি দল কাতায়েব হেজবুল্লাহ এবং কাতায়েব আল শুয়াদার ওপর এ অভিযান।
এদিকে, সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন। গোয়েন্দা সূত্র বলছে, ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদকে।