ভিডিওটিতে দেখা যায়, মঙ্গলে নামার আগমুহুর্তে প্যারাসুট চালু করে এটি। এতে প্রায় ২৫ টি ক্যামেরা ও ২ টি মাইক্রোফোন সেট করা ছিল। এই প্রথমবার মঙ্গলের অডিও শুনতে পেলো পৃথিবী।
মার্কিন জেট প্রপালশন ল্যাবরেটরি ল্যাণ্ডিং টিম প্রায় এক সপ্তাহ পর্যবেক্ষণের পর এক মিনিটের ভিডিও প্রকাশ করে। গেল শুক্রবার নবমবারের মতো মঙ্গলে সফলভাবে অবতরণ করে নাসার মহাকাশযান।