এক বছর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টিতে প্রথম এক মার্কিনীর প্রাণ যায় করোনায়। আর সোমবার মৃত্যুর মিছিলে যোগ হলো ৫ লাখের বেশি। আক্রান্ত ২ কোটি ৮০ লাখ।
করোনায় মৃতদের প্রতি সম্মান জানিয়ে আসছে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রাণ হারানো ৫ লাখ মানুষের স্মরণে,ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালের ঘণ্টা ৫শ' বার বাজানো হয়।
মোমবাতি প্রজ্জালন ও ১ মিনিট নিরবতার মধ্য দিয়ে নিহতদের প্রতি সম্মান জানানো হয় হোয়াইট হাউজে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, '১ বছরে যে পরিমাণ মার্কিনি প্রাণ হারালেন, তা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে নিহত আমেরিকানদের চেয়েও বেশি। আমরা অবশ্যই তাদের শোকে মুহ্যমান। তবে এটাও ঠিক, ঐক্যবদ্ধভাবে এই ভাইরাস নিরাময় শুরু করতে হবে। আমরা বিশ্বাস করি আমেরিকাবাসী ফের হাসবে।'
এত বিপুল মার্কিনীর প্রাণহানিকে ১শ' বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যখাতে সবচেয়ে দুর্দশাজনক আখ্যা দিয়ে এর জন্য রাজনৈতিক বিভাজনকে দায়ী করেছেন দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ।
মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বলেন, 'এটা সর্বজনবিদিত যে, টিকা নিলেই আপনি সুরক্ষিত কী না সেটি এখনও স্পষ্ট নয়। নতুন করে আপনি ফের সংক্রমিত হতে পারেন এবং অনেকক্ষেত্রে কোনো লক্ষনও প্রকাশ পায় না। এজন্য এখনও মানতে হবে স্বাস্থ্যবিধি।'
বলা হচ্ছে বিশ্বে করোনা মহামারীতে মোট প্রাণহানির ১৯ শতাংশই যুক্তরাষ্ট্রে। যে দেশটির জনসংখ্যা বিশ্বের মাত্র ৪ শতাংশ।