পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়, অর্ধনমিত রাখা হয় বাংলাদেশের পতাকা। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে কলকাতার প্ল্যানেটারিয়াম চত্বরে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র ভারতী ও শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রভাতফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং গ্রামের স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।
এছাড়াও ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।