দুই সপ্তাহ ব্যাপী চলা আন্দোলনে গতকাল বিক্ষোভকারীদের ওপর সবচেয়ে বেশি দমন-পীড়ন চালায় মিয়ানমারের জান্তা সরকার। যার বিরোধিতা করে কথা বলেন লু মিন। তার স্ত্রী জানায়, বক্তব্য দেয়ার পরপরই গ্রেপ্তার করা হয়ে তাকে। এই আন্দোলনে এ পর্যন্ত দুজন মারা গেছেন। তাদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন বিক্ষোভকারীরা।
ক্ষমতা দখলের পর থেকেই দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে চলছে টানা বিক্ষোভ। দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে হাজারো মানুষ জমায়েত হয়েছে। দাবি গণতন্ত্রের নেত্রী অং সান সু চি সহ সব এন এল ডি নেতা কর্মীর মুক্তি।