বেনজির ভুট্টোর মেয়ের বিয়ে পাকিস্তানে খুবই আলোচিত ঘটনা। বিয়েতে বেনজিরের বাসায় শীর্ষ রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পিএমএল-এন নেতা জুবায়ের বলেন, অন্য কাজ থাকায় ৩০ জানুয়ারি বখতাওয়ারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না মরিয়ম।
জিও টিভির আজ বুধবারের খবরে জানা যায়, মরিয়ম নওয়াজ অবশ্য বিয়ের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কি না, তা পরিষ্কার নয়। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) ও জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, বিয়ের অনুষ্ঠানে তারা আমন্ত্রণ পাননি। বখতাওয়ারের বিয়েতে যোগ দেবেন কি না, জানতে চাইলে ফজলুর রহমান বলেন, ‘আমি জানি না কারা সেখানে যাচ্ছেন। আমি জারদারি সাহেবের মেয়ের বিয়েতে আমন্ত্রণ পাইনি।’
গত শুক্রবার বিলাওয়ালের বাড়ি থেকে মাহমুদ চৌধুরীর সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। বিলাওয়ালের বাড়িতে আজ মেহেদির অনুষ্ঠান হবে। বিয়ের অনুষ্ঠানে ৩০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।