হোয়াইট হাউস জানায়, রাশিয়ার কারণে যুক্তরাষ্ট্র কিংবা এর মিত্রদের স্বার্থে আঘাত আসলে, কঠোর পদক্ষেপের হুশিয়ারী দিয়েছেন বাইডেন। রাশিয়ায় বিরোধীদলের নেতাকে আটক ঘিরে সহিংসতা, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়েও আলোচনা করেন তারা।
এদিকে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যান্তোনি ব্লিনকেন। আর সিনেটে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় অংশ নিতে শপথ নিয়েছেন আইনপ্রণেতারা। অভিশংসন বাতিলের প্রস্তাবে ভোটাভুটি হয় এদিন। ৫৫-৪৫ ভোটে খারিজ হয় প্রস্তাবটি।