স্থানীয় সময় সোমবার (২৫ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের ৯ সদস্য অভিশংসন প্রস্তাবটি পৌছে দেন সিনেটে। দোষি সাব্যস্ত হলে, ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ট্রাম্প।
রয়টার্সের জরিপ বলছে, ৫১ ভাগ মার্কিনী-ই বলছেন, সিনেটে দোষি প্রমাণিত হবেন ট্রাম্প। তাকে অভিশংসিত করতে হলে কমপক্ষে নিজ দলের ১৭ সিনেটরকে তার বিরুদ্ধে ভোট দিতে হবে। বাইডেনের ট্রেজারি বিভাগের প্রধান হিসেবে জ্যানেট ইয়েলেনের নিয়োগ চূড়ান্ত করেছে সিনেট। নিজ প্রশাসনের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে ফ্লোরিডায় অফিস খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এখানে হতে পারে ট্রাম্পের নতুন দল 'প্যাট্রিয়ট পার্টি'র দপ্তর।