ডব্লিউএইচওর এ কাজে সহায়তা করে ২২ টির বেশি সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং একশ স্বেচ্ছাসেবী। কারিগরি সহায়তা দেয় মদীনার তাইবাহ ইউনিভার্সিটি। ২০ লাখ মানুষের পবিত্র নগরীটি প্রথম ঘনবসতিপূর্ণ নগরী যেটি স্বাস্থ্যকর শহরের তকমা পেল। ক্রমাগত পরিবেশের উন্নতি করছে এমন শহরগুলোকে স্বাস্থ্যকর শহরের তালিকায় ঠাই দেয়া হয়।
১৯৮৬ সালে প্রথম স্বাস্থ্যকর শহরের নাম ঘোষণা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বে ডব্লিউএইচও ঘোষিত হাজারখানেক স্বাস্থ্যকর শহর আছে। হযরত মুহাম্মদ (সা:) অন্তত ১০ বছর এ শহরে কাটিয়েছেন।