এর আগে ইনস্ট্রাগ্রামে পোস্টে, কঠোর আন্দোলনে নামার হুমকি দেন ইউলিয়া। রাশিয়া জুড়ে বিক্ষোভকারীদের হটাতে কঠোর অবস্থানে পুলিশ। ফ্রেব্রুয়ারির শুরুতে নাভালনিকে আদালতে তোলা হবে বলেও জানায় প্রশাসন।
গেল বছরের আগস্টে অসুস্থ হলে উন্নত চিকিৎসা নিতে জার্মানি যান নাভালনি। সমর্থকদের অভিযোগ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বিষপানে হত্যা চেষ্টা করা হয় নাভালনিকে। গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে মস্কোতে পৌঁছালে, বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।