অভিষেকের আনুষ্ঠানিকতা সেরে মোটর শোভাযাত্রায় সোজা হোয়াইট হাউজের পথে বাইডেন। পেনসিলভ্যানিয়ায় উচ্ছ্বসিত সমর্থকদের অভিবাদন জানিয়ে পা রাখেন বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।
ওভাল অফিসে নিজের প্রথম কার্যদিবসেই প্যারিস চুক্তিতে ফেরান যুক্তরাষ্ট্রকে। মার্কিন মুল্লুকে প্রবেশে ৭ মুসলিম দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বাতিলের মতো ট্রাম্পের অনেক নীতিই বদলে ফেলেন বাইডেন। একইসাথে স্থগিত করেন আলবার্টা-নেব্রাক্সা তেল-পাইপলাইনের প্রেসিডেন্সিয়াল অনুমোদন।
বাইডেনের সাক্ষরিত নির্বাহী আদেশ:
১. মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক
২. প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন
৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়তে ট্রাম্পের সিদ্ধান্ত রদ
৪. ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা নেই
৫. ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা
৬. শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা ৭ লাখ অভিবাসীকে নাগরিকত্ব
৭. মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ
৮. জাতিগত বৈষম্য নিরোধ
৯. কানাডার সঙ্গে তেল পাইপলাইনের অনুমোদন স্থগিত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'অপচয় করার মতো সময় একদমই নেই। জনগনকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। আমার প্রথম নির্বাহী আদেশ, করোনা মোকাবিলায় জনগণকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।'
নিজের নিয়োগ করা কর্মকর্তাদের ভার্চুয়ালি শপথ পড়ান প্রেসিডেন্ট বাইডেন।
জো বাইডেন বলেন, 'আপনাদের কাছে সততা ও শালীনতা চাই। আমরা জনগণের সেবক। সহকর্মীকে সম্মানের চোখে দেখবেন। দুর্ব্যবহারের তথ্য মিললে সঙ্গে সঙ্গে চাকুরিচ্যুতি। ট্রাম্প আমলের মন-মানসিকতা ছাড়তে হবে।'
প্রথম দিনই সিনেটের অনুমোদন পেয়েছেন বাইডেন প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক।
জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, ইরানসহ বিভিন্ন দেশ। খুশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ মহাসচিব।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, 'আল্লাহর ইচ্ছায় ইরানের বিরুদ্ধে চক্রান্তকারীর বিদায় হয়েছে। তার বিদায় খুবই লজ্জাজনক।'
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, 'ট্রাম্পের মিথ্যাচারে দুদেশের সর্ম্পকে অনেক ফাটল ধরেছিলো। আশা করবো বাইডেনের নেতৃত্ব চীন-মার্কিন সর্ম্পক আরো ভালো হবে।'
দিনভর ব্যস্ত সময় কাটিয়ে স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউজের বারান্দায় দাড়িয়ে যখন আতশবাজির সৌন্দর্য দেখছিলেন নতুন প্রেসিডেন্ট, তখন অরেগন ও পোর্টল্যান্ডে সহিংস বিক্ষোভে মত্ত ট্রাম্প সমর্থকরা। ভাঙচুর করা হয় ক্ষমতাসীন দলের স্থানীয় কার্যালয়।