১৫২ বছরের রেকর্ড ভেঙে উত্তরসুরীর শপথে অংশ না নিয়েই হোয়াইট হাউজ ছাড়েন বিদায়ি প্রেসিডেন্ট ট্রাম্প। হেলিকপ্টারে করে মেরিল্যান্ডের অ্যান্ড্রু বেইজে ফেয়ারওয়েলে অংশ নেন; এরপরই পাড়ি জমান ফ্লোরিডায়।
কিছুক্ষণ পর প্রথমে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ নেবেন। এরপরই বাংলাদেশ সময় রাত ১১ টায় ক্যাপিটল হিলে অভিষেক হবে নবনির্বাচিত প্রেসিডেন্টের। সকালেই ওয়াশিংটন ডিসির গির্জায় গেছেন বাইডেন দম্পতি।
এর আগে করোনায় মারা যাওয়া ৪ লাখ মার্কিনীর প্রতি শ্রদ্ধা জানান ন্যাশনাল মলে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ডেলাওয়্যার থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। বাইডেনের অভিষেক ঘিরে ক্যাপিটল হিলের চারপাশে মোতায়েন আছে প্রায় ২৫ হাজার সেনা।