১৮ জানুয়ারি জেনেভায় শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির কার্যনির্বাহী বোর্ডের ১৪৮তম অধিবেশন। সেখানে দেওয়া বক্তব্যে মাইক রায়ান বলেন, নতুন করে ফের করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। গত সপ্তাহেই দুনিয়াজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৯৩ হাজার মানুষের। খুব শিগগিরই সপ্তাহে মৃতের সংখ্যা এক লাখে পৌঁছে যেতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, এখন পর্যন্ত দুনিয়াজুড়ে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ২০ লাখ ৪৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।