এছাড়া টিকা নেয়ার পর মারা গেছেন দুইজন। ৪৬ বছর বয়সী মাহিপাল সিংয়ের পর মারা যান কারনাটক অঞ্চলের এক বাসিন্দা। তবে মৃত্যুর সাথে করোনা টিকার যোগসূত্র নেই বলে জানায়, ভারত সরকার।
দেশটির ২৫ টি রাজ্যে চলে টিকা প্রদান কার্যক্রম। নতুন করে টিকা নেন ১ লাখ ৪৮ হাজার জন। দেশটিতে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩ লাখ ৮০ হাজার মানুষ।