বিষপ্রয়োগে অসুস্থ হওয়ায় জার্মানিতে চিকিৎসা শেষে রোববার দেশে ফিরলে তাকে আটক করা হয়। স্থগিত করাদন্ডের শর্ত ভঙ্গের দায়ে নাভালনির সাড়ে তিন বছরের কারাদন্ড হতে পারে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে দেশে ফেরার কথা থাকলে নাভালনিকে গ্রেফতারের হুশিয়ারি দেয় মস্কো প্রিজন সার্ভিস। আটকের সময় বিমানবন্দর এলাকায় জড়ো হন নাভালনি সমর্থকরা।
আটক হওয়ার আগে সমর্থকদের সঠিক পথে আছেন বলে জানান তিনি। ২০১৪ সালে অর্থ আত্মসাতের অভিযোগে কারাদন্ড দেয়া হয় নাভালনিকে। যদিও এ অভিযোগ অস্বীকার করেন তিনি।