চীনা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় তিয়ানজিন প্রদেশের ঐ আইসক্রিম কারখানার প্রায় ১৬শ' কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ২৯ হাজার কার্টুন আইসক্রিম বাজেয়াপ্ত করা হয়েছে।
এরইমধ্যে বিক্রি হওয়া প্রায় চারশো আইসক্রিম যারা খেয়েছেন, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কারও করোনায় আক্রান্তের খবর মেলেনি।
সংস্থাটি জানায়, আইসক্রিমের কাঁচামাল আসে নিউজিল্যান্ড ও ইউক্রেন থেকে।