বছরের প্রথম ২ সপ্তাহে-ই আমেরিকাজুড়ে প্রাণ হারিয়েছেন ৩৮ হাজার মানুষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, হাসপাতালে ভর্তি অন্তত ১ লাখ ৩০ হাজারেরও বেশি। দেশটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন অন্তত ১ কোটি। যুক্তরাজ্যের নতুন গবেষণা বলছে, একবার করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ৫ মাসের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
শনিবার থেকে ভারতে দিনে ৩ লাখ মানুষকে টিকা প্রয়োগ শুরু হচ্ছে। চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে তুরস্ক ও ইন্দোনেশিয়া।