দাবি পূরণের লক্ষ্যে এ নিয়ে চতুর্থ দফা আলোচনায় বসলো কৃষকরা। আন্দোলনরত অবস্থায় মারা গেছেন ৬ জন কৃষক।
গেল সেপ্টেম্বরে পাশ হওয়া নতুন তিনটি কৃষি বিলকে 'ঘৃণ্য আ্ইন' বলে উল্লেখ করছেন কৃষকরা। গেল মঙ্গলবার তৃতীয়বারের মতো সরকারের সাথে আলোচনা করেন কৃষকরা। তবে সরকারের প্রস্তাব মেনে নেয়নি কৃষকদল।
কৃষকরা আজকের মধ্যেই এই ঘৃণ্য আইন বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন। আইন বাতিল না হলে আন্দোলন আরও ব্ড় হবে এবং দিল্লির আশেপাশের রাস্তাঘাট বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন তারা। দরকার হলে সংসদে একটি বিশেষ অধিবেশন করে কৃষকদের জন্য নতুন আইন করার প্রস্তাব দিয়েছেন তারা।