আর ওবামা আমলের কমিউনিকেশন ডিরেক্টর, জেন সাকি হচ্ছেন বাইডেনের নয়া প্রেস সেক্রেটারি। স্থানীয় সময় আজ অর্থনৈতিক টীমের নাম ঘোষণা করবেন। এতে ফেডারেল রিজার্ভের চেয়ার ও অর্থমন্ত্রী হিসেবে জ্যানেটে ইয়েলেনের নাম আলোচনায় রয়েছে। আর প্রথম কৃষ্ণাঙ্গ ডেপুটি ট্রেজারি সেক্রেটারি হচ্ছেন অ্যাডওয়ালে অ্যাডিয়েমো।
এদিকে নির্বাচনে জালিয়াতি খুজে না পাওয়ায় মার্কিন সুপ্রিমে কোর্টের ব্যাপক সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্সকে দেয়া সাক্ষাৎকারে জানান, আগামী ছয় মাসেও পরাজয় মানবেন না তিনি।