সরকারের সাথে ৩ ডিসেম্বর আলোচনায় বসতে নির্ধারিত বুরারি ময়দানে অবস্থান করার প্রস্তাব দেওয়া হয় কৃষকদের। তবে কৃষকনেতারা জানিয়েছেন সরকারের মর্জিমাফিক বুরারি ময়দানে যাচ্ছেন না তারা।
এদিকে নতুন করে দিল্লীর পাঁচটি প্রবেশপথ অবরোধ করার হুঁশিয়ারি দেন কৃষকনেতারা। অন্যদিকে মোদী সরকারের বিপরীতে কৃষকদের পাশে দাড়ানোর ঘোষণা দেয় হরিয়ানার একাধিক প্রভাবশালী পঞ্চায়েত।
সেপ্টেম্বরে পাশ হওয়া তিনটি কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলনের ডাক দিলে ভারতের কয়েকটি রাজ্য থেকে দিল্লী অবরোধে আসে কৃষকরা।