এছাড়াও মাইদুগুরি অঞ্চলে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। সেনাবাহিনীর গুপ্তচর বৃত্তির সন্দেহে কৃষি ও মৎস্য শ্রমিকদের হত্যা করে আসছে বোকো হারামের সমর্থকরা।
কয়েকহাজার কিলোমিটার দূরের একাধিক রাজ্য থেকে কাজের খোঁজে মাইদুগুরি আসেন এসব শ্রমিক। ধানক্ষেতে কাজ করার সময় বোকো হারামের সদস্যরা গলা কেটে হত্যা করে কৃষি শ্রমিকদের।