এসময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়। পুলিশি কর্মকাণ্ডের সব ধরনের ছবি আঁকা বা ছবি তোলা নিষিদ্ধ করে নতুন এ বিল পাস করে দেশটির সরকার। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে পুলিশি বর্বরতাকে আড়াল করতেই বিলটি পাস করা হয় বলে দাবি বিক্ষোভকারীদের।
তবে ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ কর্মীদের অনলাইনে হয়রানির হাত থেকে রক্ষার জন্য এ বিল পাস করা হয়েছে।