এর আগে গতকাল হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তব এতে দমানো যায়নি কৃষকদের। পরে তাদের দিল্লিতে প্রবেশ ও বুরারি মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়।
ভারতে সেপ্টেম্বরে পাশ হওয়া নতুন তিনটি কৃষি বিলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শুরু হয় 'দিল্লি চলো' কর্মসূচি।