২০০৮ সালের ২৬ শে নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেল, শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২ টি স্থানে অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। প্রায় দিন চলে হামলা। করাচি বন্দর হয়ে মাছ ধরার ট্রলারে করে মুম্বাইয়ে পৌছায় ১০ জনের এক সন্ত্রাসী দল। ১০ জনের মধ্যে ৯ জনই পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়।
হামলায় একমাত্র জীবিত আসামি আজমাল কাসাবের ফাসি কার্যকর হয় ২০১২ সালের ২১ শে নভেম্বর।
ভারত সরকার দীর্ঘদিন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠি লস্কর-ই-তাইয়েবা ও গোয়েন্দা সংস্থা আইএসআইকে এ হামলার সাথে জড়িত থাকার দাবি করে আসছে। তবে পাকিস্তান সরকারের দাবি, এসব সন্ত্রাসীরা পাকিস্তানে সক্রিয় হলেও তারা পাকিস্তানের নাগরিক না। বিশ্বব্যাপী এ ঘটনার তীব্র নিন্দা করা হয়।