চীনের প্রেসিডেন্ট সি চিনপিং জানান, উন্নয়নশীল দেশে কম দামে ভ্যাকসিন পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশের সাথে কাজ করতে প্রস্তুত বেইজিং।
করোনা মোকাবেলায় জি-20 নেতাদের কাছে সাড়ে ৪শ' কোটি ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, যুক্তরাষ্ট্রের করোনা টিকা কর্মসূচির প্রধান জানান, অনুমোদন পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে নিজ নাগরিকদের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে পারবেন তারা। জরুরি ভিত্তিতে অনুমোদন পেতে ফাইজারের আবেদন বিষয়ে আগামী ১০ ডিসেম্বর সিদ্ধান্ত দিতে পারে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ।