এদিকে ডোনাল্ড ট্রাম্প যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না নিজের পরাজয়। নির্বাচন শেষ হবার পর থেকেই প্রতিপক্ষ বাইডেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করে চলেছেন। তবে টুইটারে সম্প্রতি একটি টুইট করেন ট্রাম্প, যেখানে তিনি বলেন, "বাইডেন জিতেছেন, কারন ভোট কারচুপি হয়েছে।"।
আর এতেই হইচই পরে যায় গনমাধ্যমে, বলা হয় প্রথমবারের মতো বাইডেনের জয় স্বীকার করে নিয়েছেন ট্রাম্প। কিন্তু ঘন্টাখানেক পর তার আরেক টুইটে আবারও সেই আগের সুর। এবারে তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে তার অনেকদূর যাওয়া বাকি। এই পাতানো নির্বাচনে শুধু ভূয়া গনমাধ্যমই বাইডেনের জয় দেখছে।