channel 24

সর্বশেষ

  • যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান শুরু হতে পারে ১১ ডিসেম্বর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে ৩ কোটি কৃষ্ণাঙ্গ ভোটার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে ৩ কোটি কৃষ্ণাঙ্গ ভোটার

ট্রাম্পের আমলে কৃষ্ণাঙ্গ নিপীড়নের জেরে যুক্তরাষ্ট্রজুড়ে ভিন্ন মাত্রা পায় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। যা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে ৩ কোটি কৃষ্ণাঙ্গ ভোটার।

ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য "আমি বিশ্বাস করি আগামী চার বছর পর ৯৫ % ব্ল্যাক আমেরিকানরা আমাকে ভোট দিবে। আমি এ বিষয়ে প্রোমিস করছি।"

২০১৬ সালে নির্বাচনে জয়ের জনসম্মুখে কৃষ্ণাঙ্গদের এমন আশার কথাই শুনিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চার বছরে রাখতে পারেনি নিজের প্রতিশ্রুতি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য ও আফ্রো আমেরিকানদের ওপর নির্যাতন নতুন নয়। এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভও হয়েছে। তবে চলতি বছরের শুরুতে জর্জ ফ্লুয়েডের মৃত্যুর জেরে শুরু হওয়া ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলন যেন ছাপিয়ে গিয়েছে আগের সব বর্ণবাদ বিরোধী আন্দোলনকে।

বর্ণবাদ বিরোধীরা বারবার পুলিশ সংস্কারের দাবি জানালেও, ট্রাম্প যেন হাটছেন উল্টো পথে। যার বড় ধরনের প্রভাব পড়তে পারে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে।

যদিও বরাবরই বেশির ভাগ অ্যাফ্রো আমেরিকানরা ডেমোক্রেটদেরই সমর্থন দিয়ে থাকে। তবে এবার ব্লাকদের প্রতি ট্রাম্পের ইতিবাচক নীতি ও এজেন্ডার কথাও উঠে আসছে ট্রাম্প সমর্থকদের মুখে।

ট্রাম্পের এক সমর্থক বলছেন, "ট্রাম্প আমাদের জন্য যা করেছে তা ইতিহাসে কোন প্রেসিডেন্ট করেনি। তিনি সর্বোচ্চ ফান্ডিং করেছেন আমাদের জন্য। চাকরির ব্যবস্থা করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন।"

যুক্তরাষ্ট্রে ব্লাক আমেরিকান ভোটার রয়েছে ৩ কোটির বেশি যার এক-তৃতীয়াংশের বেশি  ব্যাটল গ্রাউন্ড বা সুইংস্টেট গুলোতে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক খবর