একই সংবাদ সম্মেলনে দেশটির প্রধান বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা বলেন, আক্রান্তের সংখ্যা বাড়ছে কারণ ভুল পথে এগুচ্ছে দেশটি। সংক্রমণ ঠেকাতে কঠিন বিধিনিষেধের আওতায় স্পেনের মাদ্রিদের জনগন। জরুরী প্রয়োজন ছাড়া শহরটিতে প্রবেশ কিংবা বের হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ভারতে আনলক পাঁচের আওতায় ১৫ অক্টোবর থেকে খুলছে স্কুল কলেজ, সিনেমা, এক্সিবেশন হল, থিয়েটার। তবে দর্শক থাকতে হবে ধারণ ক্ষমতার ৫০ ভাগ। ব্রাজিলে একদিনে আক্রান্ত ৩৩ হাজার। জাতিসংঘের হিসাবে করোনায় লাতিন আমেরিকায় চাকরি হারিয়েছেন তিন কোটি ৪০ লাখের বেশি মানুষ।