ইউরোপে যথারীতি কমেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ২০ মিনিটের মধ্যে করোনা নির্ণয়ের পদ্ধতি চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য। করোনা সনাক্তের জন্য আরো ১ কোটি মানুষ টেস্ট করাতে পারবেন আগামী সপ্তাহ থেকে। লন্ডনের ১৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকক।
এদিকে লক ডাউন শিথিল করায় উত্তর ইউরোপে বেড়েছে পর্যটকের ভিড়। উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় পার্ক আর সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তাই ৫টি সমুদ্র সৈকত আবারো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ফ্রান্স।