বৃহস্পতিবার ম্যাক্রো ও তার প্রতিনিধিরা গির্জাটিতে প্রবেশকালে ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা সফরকারীদলকে ধাক্কা দিয়ে, নিজেরা আগে র্গিজায় প্রবেশ করলে ক্ষেপে যান ম্যাক্রো।
জেরুজালেমের পুরনো শহরের মুসলিম কোয়ার্টার ভায়া দোলোরোসার অবস্থিত রোমান ক্যাথলিক গির্জাটি ১৮৫০ সাল থেকেই ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন। এর আগে ১৯৯৬ সালে জ্যাক শিরাকের সঙ্গেও বিতন্ডায় জড়ায় ইসরায়েলি সেনারা। হলোকাস্ট ফোরামে অংশ নিতে বর্তমানে ইসরায়েলে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ৪০ দেশের নেতা।