চীনের উহানসহ বিভিন্ন শহরে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৫ জনে। এ পর্যন্ত আক্রান্ত ৮৩০ জন। ভাইরাস প্রতিরোধে উহান, হুয়াংগ্যাং, এঝু, সিয়ানতাও ও চিবি শহরে বন্ধ করা হয়েছে গণপরিবহন। উহানে বহির্গামী ট্রেন ও বিমানের ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হয়। বেইজিং ও হংকংয়ে বাতিল করা হয়েছে অনেক উৎসব।
বৃহস্পতিবার চীনে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও। করোনায় আক্রান্তের প্রধান লক্ষন হলো শ্বাসকষ্ট, জ্বর ও কাশি।
বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে প্রবেশের পর লক্ষন দেখা যেতে ৫ দিন লাগে।