শনিবার (২৮ সেপ্টেম্বর) ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীটির এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। তবে রিয়াদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ টিভিতে দাবি করা হয়, সৌদি আরবের প্রায় তিনটি ব্রিগেড নিষ্ক্রীয় করা হয়েছে। এ সময় নিহত হয়েছে, অনেক সৌদি সেনাও। আটক করা হয়েছে, হাজারের বেশি সামরিক যান। আজ এ বিষয়ের ভিডিও সম্প্রচার করবে তারা।
তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।
সম্প্রতি জাতিসংঘের মধ্যস্থতায়, দুপক্ষের ৭ হাজার বন্দি বিনিময়ে আলোচনা চলছিল।
কয়েক সপ্তাহ আগে, সৌদি আরবের দুটি তেল শোধনাগারে ১৪টি ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা।