প্রাথমিকভাবে অনলাইনে এর আবেদনের সুযোগ পাবেন ৪৯ দেশের নাগরিক। শিগগির অন-অ্যারায়েভল পর্যটন ভিসা স্কিমও চালু করা হবে।
পর্যটন ভিসা চালু উপলক্ষে আয়োজিত সম্মেলনে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের চেয়ারম্যান আহমেদ আল খতিব জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচিতে পর্যটন খাতকে প্রাধান দেয়া হচ্ছে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবের ভিসা চালু করা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এখানে ইউনেস্কো ঘোষিত পাঁচটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। পর্যটকরা এ দেশের সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তিনি আরও জানান, বিভিন্ন দেশ থেকে যেসব নারী পর্যটকরা সৌদিতে ঘুরতে আসবেন তাদের বোরকা পরতে হবে না। তবে তারা যে পোশাকই পরবেন তা শালীন হতে হবে বলে জানান তিনি।
তেলকেন্দ্রীক অর্থনীতিকে বহুমুখীকরণ পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয় দেশটির সরকার।
এর আগে ২০১৭ সালে বিদেশি পর্যটকের জন্য ভিসা চালুর ঘোষণা দিলেও পরবর্তীতে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সৌদি আরব।