টুইটে ট্রাম্প দাবি করেন, তার দুই মিত্র মোদি ও ইমরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব নিয়েও কথা বলেন তিন নেতা।
মার্কিন প্রেসিডেন্টকে মোদি জানান, ইমরানের অতিরঞ্জিত বক্তব্য সংঘাত উসকে দিতে পারে।
বার্তা সংস্থা এপি বলছে, দুই সপ্তাহ পর সোমবার জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের অন্তত ২শ স্কুল পুনরায় চালু হলেও এতে শিক্ষার্থী উপস্থিতি ছিলো না বলললেই চলে।
৪ জনের বেশি একত্রে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে কাশ্মীরে।