সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কেরালায়, এ রাজ্যই নিহতের পরিমান ৮৬ আর নিখোঁজ রয়েছে প্রায় ৫৮ জন। গেল চারদিনে প্রায় ৮০টি ভূমিধস হয়েছে। নষ্ট হয়েছে ১৮ হাজার হেক্টর জমির ফসল। সবমিলিয়ে আর্থিক ক্ষতির পরিমান প্রায় ৮শ কোটি টাকা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে কয়েক লক্ষ মানুষকে।
পশ্চিমবঙ্গে গেল দুই দিনে বজ্রপাতে ১৬ জন প্রাণ হারিয়েছে। এদিকে, আরও কয়েকদিন ভারিবর্ষণ অব্যাহত থাকবে বলে আশঙ্কা দেশটির আবহাওয়া অফিসের।