আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাজঘাটে মহাত্মা গান্ধী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর শপথ ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে দিল্লিতে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বিমসটেকের সদস্য রাষ্ট্র'র নেতারাসহ শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় আট হাজার অতিথি উপস্থিত থাকবেন।
এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী যোগ দিবেন শপথ অনুষ্ঠানে।
এতে অংশ নিতে গতকাল বুধবার (২৯ মে) রাতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।