প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃতের তালিকা। শুক্রবার একদিনে সর্বোচ্চ শনাক্ত দাড়িয়েছে ৬ হাজার ৮৩০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আরও ৫০ জনসহ করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ১৫৫ জন।
পরিস্থিতি নাজুক হলেও সেদিকে খেয়াল নেই সাধারণ মানুষের। মাস্ক ব্যবহারে অনীহা তো রয়েছেই, আছে অদ্ভুত সব অজুহাত। অর্ধেক যাত্রী পরিবহনের ধোয়া তুলে ৬০ শতাংশের বদলে দ্বিগুণ ভাড়া নিচ্ছে কোনো কোনো পরিবহন।
মোটরসাইকেলে রাইড শেয়ারিং বন্ধে সরকারি নির্দেশনা থাকলেও এখনও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রাইডারদের কোনো বার্তা দেয়া হয়নি। এছাড়া রুটি-রুজি নিয়ে শঙ্কা আছেন তারা। বিরক্তি জানালেন যাত্রীরাও।
বিকল্প ব্যবস্থায় রাইড শেয়ারিং চালু রাখা দাবি রাইডারদের। একইসাথে চাইলেন সরকারি প্রণোদনাও।