স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক পাঁচ চার শতাংশ। এসময় আক্রান্ত হয়েছেন ৩শ ৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭শ ১৭ জন।
আর নতুন ৬শ ৯২ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন।