সময় যত গড়াচ্ছে, ততই করোনা টিকা নিতে বাড়ছে মানুষের আগ্রহ। দেশে ১২ লাখের বেশি মানুষ ইতোমধ্যে প্রথম ডোজ টিকা নিয়ে নিয়েছেন। এমন সময় দ্বিতীয় ডোজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সময় বাড়ানোর এমন সিদ্ধান্তে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন অনেকেই। তবে সংশ্লিষ্টরা বলছেন এ নিয়ে সংকটের কোনো সম্ভাবনা নেই। সবার কাছে সময়মতোই বার্তা পৌঁছে যাবে।
গত সপ্তাহে বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের পার্থক্য ৮ থেকে ১২ সপ্তাহ হলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।