৪০ বছর বয়সী শাহ আলম। বছর পাঁচেক হলো ভুগছেন ডায়াবেটিসে। করোনাকালে একরকম ঘরবন্দি জীবন কাটছে তার। তাই টিকা দেয়া শুরু হওয়ার সাথে সাথেই করেছেন নিবন্ধন।
লকডাউনে বন্দী জীবনে ডায়াবেটিস রোগীদের শরীর চর্চার সুযোগ কমেছে। বেড়েছে দু:শ্চিন্তা। এরইমধ্যে করোনা ভ্যাকসিন কার্যক্রম কিছুটা হলেও আশা জাগাচ্ছে, তাদের মনে।
আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর জার্নালে "ডায়াবেটিস এ্যান্ড মেটাবলিক সিনড্রোম: ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রিভিউস" প্রবন্ধের পরিসংখ্যান বলছে দেশে করোনায় আক্রান্তদের প্রতি ৫ জনে একজন ডায়াবেটিস রোগী। এ প্রবনতা শুধু বাংলাদেশে নয় একই রকম চিত্র দেখা গেছে অন্য দেশেও। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে কোভিড আক্রান্তদের মাঝে ২০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১১ শতাংশ ও চীনে ১০ শতাংশ করোনা রোগীর ডায়াবেটিস আছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একজন ডায়াবেটিস রোগীর একই সাথে অনেক রোগের ঝুঁকি থাকে। যা তাদের করোনা ঝুঁকিকে কয়েকগুন বাড়িয়ে দেয়।
তাই এই রোগে আক্রান্ত রোগীদের যত দ্রুত সম্ভব টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।