৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশব্যাপী করোনার টিকা দান কর্মসুচি। এরইমধ্যে সারাদেশে পৌঁছে গেছে করোনার টিকা। এই কার্যক্রম সফল করতে জেলায় জেলায় বৈঠক করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। সংশ্লিষ্টদের দেয়া হচ্ছে নির্দেশনা।
তবে টিকা নিতে হলে সুরক্ষা অ্যাপে করতে হবে রেজিস্ট্রেশন। যদিও নিবন্ধন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে। তাই এর বিকল্প ভাবার পরামর্শ বিশ্লেষকদের।
তবে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বিড়ম্বনা এড়াতে বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি ব্যক্তি করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। তবে এই হার অনেক কম বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী-- এমপি, মন্ত্রীসহ সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন, টিকা নিতে হলে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।