শুরুতে একসাথে পাওয়া কথা থাকলেও এরই মধ্যে ভারতে শুরু হয়েছে টিকা প্রয়োগ। এখন হাতে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। এলক্ষ্যে দেশে টিকা ব্যবস্থাপনা ঢেলে সাজানোর কাজ চলছে। পরিসংখ্যান বলছে, দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। গেলো ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ১৬ জন। আর আক্রান্ত ৬শ ৯৭। সব মিলিয়ে মোট মৃত্যু ৭ হাজার ৯শ ২২জন আর আক্রান্ত ৫ লাখ ২৮ হাজার ৩শর বেশি।
এমন বাস্তবতায় সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। এসময় মন্ত্রী জানান, সপ্তাহ খানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সিরাম থেকে নেয়া অক্সফোর্ডের ৫০ লাখ টিকার প্রথম চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া কিছু টিকা।
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার তিন শতাধিক সেন্টার হবে রাজধানীতে। আর পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। নীতিমালা মেনে বেসরকারি খাতের যে কোন প্রতিষ্ঠান চাইলেই টিকা আনতে পারবে। তবে দামে নিয়ন্ত্রণ থাকবে সরকারের।
এদিকে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, টিকার অনলাইন নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপস প্রস্তুত। যা স্বাস্থ্যমন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে ২৫ জানুয়ারি।