স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন- হেলথ রিপোটার্স ফোরামের করোনা টিকার ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় অংশ নেন চিকিৎসক, শিক্ষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ অনেকেই। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ভ্যাকসিন প্রাপ্তিতে সমাজে কেউ যেন নিজেকে বঞ্চিত না ভাবে।
ডা. সাবরিনা ফ্লোরা জানান, ডিজিটাল ডেটাবেজ ব্যবহার করে অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন প্রাপ্তির স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার।
ডা. রশীদ ই মাহবুব ভ্যাকসিনের উৎস বিস্তৃত না করার সমালোচনা করেন। আর বিশ্বে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়ে অংশীদারিত্ব নিশ্চিতের পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামিল।
যে ভ্যাকসিনই হোক, এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সতর্ক থাকার তাগিদ দেন বক্তারা।