channel 24

সর্বশেষ

 • জামিন পেলেন লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস

 • প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

 • বানের পানিতে তলিয়েছে ৫০ হাজার হেক্টর জমির ফসল

 • প্রস্তুতির জন্য অন্তত তিন সপ্তাহ সময় চান সৌম্য সরকার

 • কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

 • লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসায় সরকারি অনুমোদন

 • দ্বিতীয় দফার সংক্রমণে বেহাল দশা যুক্তরাষ্ট্র, চীন, নিউজিল্যান্ড ও ইরানের

 • ইংলিশ লিগে আজ মুখোমুখি এভারটন ও টটেনহ্যাম

 • সূচক কিছুটা গতিশীল হলেও বড় পরিবর্তন নেই লেনদেনে

 • রংপুর অঞ্চলে আউশের আবাদে রেকর্ড

 • ইংল্যান্ডে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন পাকিস্তানি ক্রিকেটাররা

 • করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল

 • রিজার্ভ থেকে ঋণ নিয়ে উন্নয়ন কাজে লাগানো যায় কিনা, তা ভেবে দেখার পরামর্শ

 • আর্থিক সংকটে পাইওনিয়ার লিগ খেলা ফুটবলাররা

 • খুলনার সেই সালামকে মুক্তির নির্দেশ আদালতের

কম দামে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল কুবির শিক্ষার্থীরা

কম দামে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল কুবির শিক্ষার্থীরা

করোনাভাইরাস আতঙ্কে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে স্যানিটাইজার সংকট। এমন পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। দামে কম হলেও গুণগত মান ঠিক আছে বলে দাবি তাদের। সরকারি সহযোগিতা পেলে দেশের সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে এই স্যানিটাইজার মত উপাচার্যের।

বাজারে দেখা দিয়েছে স্যানিটাইজার সংকট। কোথাও আবার বিক্রি হচ্ছে চড়া দামে। করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে অনেকেই কিনছেন হ্যান্ডওয়াশ কিংবা সাবান।

ক্রেতারা জানান, বেশিরভাগ স্থানে হ্যান্ড স্যানিটাইজারের সংকট রয়েছে। আর বিক্রেতারা জানান, হ্যান্ড স্যানিটাইজারের প্রচুর চাহিদা থাকলেও সাপ্লাই পর্যাপ্ত নয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ কম।

এই পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ২৯০ বোতল এবং বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ৫০ মিলিলিটারের আরও এক হাজার বোতল তৈরি করেন তারা।

শিক্ষার্থীরা জানান, যদিও বাজেট পর্যাপ্ত ছিল না তবুও আমরা গুণগত মানের সাথে আপোস না করে শতভাগ কোয়ালিটি বজায় রেখেছি। ভবিষতে যে কোন পরিস্থিতিতে দেশের জন্য এ ধরনের কাজ করতে চাই।

১৭ মার্চ এক হাজার স্যানিটাইজার বিতরণও করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। যার দাম রাখা হয়েছে ২০টাকা।

শিক্ষকরা বলছেন, দেশের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে শিক্ষার্থীদের তৈরি এই স্যানিটাইজার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব ধরণের সহায়তা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১ম থেকে ৫ম ব্যাচের ৪৫জন শিক্ষার্থী তৈরি করেছেন এই স্যানিটাইজার।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খবর