আজ বুধবার দ্বিতীয় দফায় ১০০০ পিস হ্যান্ড স্যানিটাইজার তৈরির পর তা বিতরণ করেন ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে ১৪ মার্চ নিজেদের টাকায় প্রথম ধাপে স্বল্প পরিসরে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করেন শিক্ষার্থীরা। বিভিন্ন মহলে প্রশংসিত হবার পর গতকাল বেস্ট কেমিকেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান বুলবুলের অর্থায়নে আবারও ১০০০ পিস স্যানিটাইজার তৈরি করেন তারা।
এ কাজে অংশ নেয় ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আশিকুল ইসলাম, আশমী আশিক, জয়নাল, তুষার আকন, ইমরান জাকির ছাড়াও মোট ১২ জন শিক্ষার্থী। তাদের সার্বিক তত্বাবধানে ছিলেন বিভাগের প্রধান ড. ফরহাদ হোসেইন, সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও নুসরাত জাহান।
শিক্ষার্থীদের একজন আশিকুল ইসলাম জানান, 'চলমান করোনা সংকটে মানুষের জন্য কিছু করা আমাদের দায়িত্ব মনে করেছিলাম। তাই স্যারদের নির্দেশনায় এই কাজটি করেছি।'
এ ব্যাপারে ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ফরহাদ হোসেইন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজটি করা। দেশের প্রয়োজনে ল্যাব থেকে বৃহৎ পরিসরে উৎপাদন করতে ডিসিই বিভাগ প্রস্তুত বলেও জানান তিনি।