স্বল্প খরচে উন্নতমানের কিডনি রোগের চিকিৎসা- এই শ্লোগানে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দু'দিনের সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা. মতিউর রহমান বলেন, দেশে প্রতি বছর বাড়ছে কিডনি রোগীর সংখ্যা।
যাদের অধিকাংশই চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খান। তাই অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন সংস্কারের আহ্বান জানান তিনি।