তিন দশকের ক্যারিয়ার দিয়ে যেমন পেয়েছেন সাফল্য তেমনি হয়েছেন জনপ্রিয়তা। নামের আগে যোগ হয়েছে প্রিয়দর্শিনী। শুধু প্রিয়দর্শিনী নন তিনি প্রিয়ভাষিণীও, নারীদের পথচলা নিয়ে কথা হলো সেই প্রিয়ংবদার সাথে। বললেন যতদিন না বিলিন হবে পুরুষ শাষিত শব্দটি, শাসনের বেড়াজালে ততোদিনই আবদ্ধ থাকবে নারী আসবে না সমতা।
মৌসুমী বলেন প্রেক্ষাপট পরিবর্তনে পরিবর্তনের শুরুটা হতে হবে পরিবার থেকেই। কারণ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাইরের শুধু নয়, প্রতিনিয়ত ঘরের চারদেয়ালেও নানা প্রতিবন্ধকতার স্বীকার হতে হয় নারীদের।
রুপালী পর্দার এই চিত্রনায়িকার মতে বাস্তবতার চিত্রপটে বেলা গড়িয়েছে অনেক। সময় এসেছে এবার, শক্ত হাতে হাল ধরবার তুলতে হবে আওয়াজ আর বুঝে নিতে হবে অধিকার।