শুক্রবার ১২ হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দেয়এনসিবি। জানা যায়, চার্জশিটে অভিযুক্ত ৩৩ জনের সাথে বয়ান রয়েছে ২শ প্রত্যক্ষদর্শীর। অভিযুক্তের তালিকায় নাম আসে অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্ত সিংয়ের বাড়ির পরিচারকসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর। চার্জশিটের সাথে একাধিক ডিজিটাল প্রমাণ ও কল রেকর্ড জমা দেয়ার কথা জানায়, এনসিবি।
এর আগে এফআইআর-জারির ১৮০ দিনের মধ্যে এই চার্জশিট জারির আদেশ দেয়া হয়।